রাশিয়া আজ বৃহস্পতিবার বলেছে, বিষে নয়, স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের। তবে মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফায়েদ মোস্তফা বলেছেন, আরাফাত হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত থাকবে। স্থানীয় সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে রয়টার্স জানায়, গত বছর আল জাজিরার এক প্রামাণ্যচিত্রে আরাফাতের পোশাকে পলোনিয়াম ২১০ নামের এক ধরনের রাসায়নিক পদার্থের উপস্থিতির বিষয়টি প্রচার করা হয়। এরপর আরাফাতের শরীর থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন সুইজারল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার ফরেনসিক...

